• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড বাস্তবায়নের উপলক্ষ্যে মঠবাড়িয়ায় এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ রুস্তম আলী ফরাজী এম,পি। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, আবাসিক মেডিকেল অফিসর ডাঃ মনিরুজ্জামান প্রমুখ। সভায় প্রধান অতিথি ডাঃ রুস্তম আলী ফরাজী বলেন, স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোয় পৌছাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য ১১ জানুয়ারী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙ্গের ক্যাম্পসুল ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুদের লাল রঙ্গের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।