• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

পিরোজপুরের মঠবাড়িয়া রাজারহাট বাজারে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ পাওয়া গাছে।বৃহস্পতিবার কৃষি সম্পসারণ অধিদপ্তর উপজেলার রাজারহাট বাজারে, কীটনাশক এর দোকান খান স্টোরে  অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলে। কৃষি সম্পসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফিরোজ আলম জানান, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে ও মৌখিক সতর্কতা করে দেয়া হয়।এলাকার কৃষকরা অভিযোগ করে জানান, কীটনাশক ব্যাবসায়ী আবুল বাসার নিজাম  দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও নির্ধারিত দাম এর চেয়ে বেশি দামে সার বিক্রি করে আসছে।

এ ব্যাপারে ওই ব্যাবসায়ী বেশি দামে সার বিক্রি করার কথা অস্বীকার করেন।