• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা মহান ২১। রাত ১২টা ১ মিনিটে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মঠবাড়িয়া থানা, সরকরি কলেজ, পৌরসভা, বি.এন.পি, আইনজীবী সমিতি, প্রেস ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সেচ্চাসেবী সংগঠন।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকরি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস সাধারণ সম্পাদক, আজিজুল হক সেলিম মাতুব্বর, ওসি মাসুদুজ্জামান মিলু, মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, এমাদুল হক খান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আব্দুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, জুলফিকার আমীন সোহেল প্রমূখ।

সকালে উদীচীর আয়োজনে প্রভাত ফেরী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।  সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।