• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে আটক ২ ভুয়া চিকিৎসকের দন্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে আমির হোসেন (৪৫) ও মোস্তফা কামাল ওরফে মাছ মোস্তফা (৪০) নামের ২ ভুয়া চিকিৎসকে আটকহয়েছেন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-৮ এর একটি দল তাদের আটক করেন।৤
জানা গেছে, আটককৃত ভুয়া চিকিৎসক আমির হোসেন উপজেলা ধানীসাফার হাজী আ: রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিকের চিকিৎসক ও নোয়াখালী জেলার শাহাজাদপুর উপজেলার আবুল খায়ের মিয়ার ছেলে ও আটককৃত মোস্তফা কামাল মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিন বন্দর মাহিমা ক্লিনিকের চিকিৎসক ও মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আমির হোসেনের ছেলে সে একজনমাছ বিক্রেতা।

র‌্যাব-৮ এর ওই অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর দায়িত্ব পালন করা পিযুষ কুমার চৌধুরী ওই অভিযানের বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভুয়া চিকিৎসক আমির হোসেনকে ৬মাসের কারাদন্ড  প্রদান করা হয় এবং মাহিমা ক্লিনিকের মোস্তফা কামালকে ৩ মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পৌরশহরের বহেরাতলা এলাকার  সৌদি প্রবাসী হাসপাতালে অভিযান চালানো হলে সেখানে ভুয়া চিকিৎসক মো. জিয়াকে পাওয়া যায়নি তাই এর পরিচালক মনির হেসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওই সব ক্লিনিককে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশনসহ চিকিৎসানা করার জন্য শতর্ক করা হয়েছে বলে তিনি জানান।