• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

মঠবাড়িযা প্রতিনিধি : কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউন কার্যকর করতে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন জনসচেতনতা বাড়াতে কঠোর নজরদারি করছে। পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা এর নেতৃত্বে শনিবার দিনভর মঠবাড়িয়া পৌর শহরে তদারকি ও জন সচেতনতা মূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় স্বাস্থবিধি না মানায় ১১ দোকানীকে ৩ হাজার ২‘শ টাকা জরিমানাও করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দাড়িয়ে মানুষকে দলবদ্ধ না হয়ে ঘরে অবস্থানের কথা বলেন।

এসময় অশোক বিক্রম চাকমা বলেন, বর্তমানে বাংলাদেশ খুবই করোনার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি সম্পর্কে আগাম কিছু বলা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে। করোনা মোকাবিলায় আমরা দলগতভাবে কাজ করছি। তিনি আরও বলেন, মঠবাড়িয়া উপজেলাকে আমাদের বিশেষ নজরদারিতে রেখেছি। আশা করছি, সবাই সচেতন হলে এ পরিস্থিতি আমরা দ্রুতই কাঁটিয়ে উঠব।