• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি : স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন দানকারী শহীদ নূর হোসেনের জন্মস্থান পিরোজপুরের মঠবাড়িয়ার ঝাটিবুনিয়া গ্রামে শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করছে শহীদ নূর হোসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।
স্মরণ সভায় শহীদ নূর হোসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এর সভাপতি নূরুল আমিন রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, শিক্ষক একেএম ফজলুল হক, একেএম আফজাল হোসেন, জাহাঙ্গীর আলম বাবুল, ইউপি সদস্যা ফাহমিদা মুন্নী, এনামুল কবির মিরাজ প্রমূখ।
বক্তারা, সরকারের নিকট শহীদ নূর হোসেন স্মৃতি সংরক্ষনের পাশাপশি, পৈত্রিক ভিটা ঝাটিবুনিয়া গ্রামে তার নামে মাদ্রাসাটির উন্নয়ন, পৌর শহরে একটি ম্যূরাল নির্মান ও একটি সড়কের নামকরণের দাবী জানান।
উল্লেখ্য- ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসাবে ঢাকা অবরোধ কর্মসূচিতে যোগ দিলে পুলিশবাহিনীর গুলিতে শহিদ হন পিরোজপুরের মঠবাড়িয়ার সন্তান ও যুবলীগ কর্মী নূর হোসেন।