• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে যুবকের কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে শহিদুল ইসলাম আখলাক (২৯) নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেলে উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম আখলাক উপজেলার কচুবাড়িয়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই সিদ্দিক জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারি তৃপ্তি রানী (৩২) নামের এক নারী মাঠ পর্যায়ে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে শহিদুল ইসলাম তাকে গত ২৫ ডিসেম্বর ঋণ সংগ্রেহে বাঁধা দেয়। এ ঘটনায় ওই নারী আজ রোববার দুপুরে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করলে তাকে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের আদালতে হাজির করলে তিনি শহিদুল ইসলাম আখলাককে  ১৮৬ ধারায় ৭ দিনের কারাদন্ড দেন।