• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ্যে প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ সম্পান্ন হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে বিরতিহীন ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে দেখা গেছে। মঠবাড়িয়া উপজেলায় ১টি সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ঐতিহ্য বাহী কে,এম, লতিফ ইনস্টিটিউশনসহ প্রায় ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সরকারি হাতেম আলী মাধ্যমি বালিকা বিদ্যালয়ে যার নির্বাচন হয়েছে ৬৫৫ ভোটের মধ্যে ৪২০টি ভোটাররা ভোট প্রদান করে। ১৫ জন প্রার্থীর ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। যারা নির্বাচিত হয়েছে তারা হলো সাইমা হক, জান্নাতিল জুমু, রাফিয়া আক্তার, রুপা পোদ্দার, লিপি আক্তার, মারিয়া আমিন, লামিয়া আক্তার ও মেহের আফরিন। সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন বলেন, শিক্ষক,অভিভাবক ছাড়াই শিক্ষার্থীরাই নিজ নিজ দায়িত্বে  নির্বাচন সুন্দর ভাবে সম্পান্ন হয়েছে। অপর দিকে কে,এম লতীফ ইনস্টিটিউশনে কেবিনেট নির্বাচনে ১৫২৫ ভোটের মধ্যে এতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছে।