• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তিত হওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করেছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ড‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. আলী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম, মঠবাড়িয়া ওসি মাসুদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, মো. বাচ্চু মিয়া আকন, আনসার ভিডিবি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমূখ।
এ মেলায় সরকারি, বে-সরকারি ও স্বেচ্ছাসেবী ২৫ সেবা মূলক প্রতিষ্টান স্থান পায়। এছাড়ও এ মেলায় সাংবাদিক দেবদাস মজুমদারের তোলা উপকূলীয় এলাকার শতাধিক ছবি প্রদর্শিত হয়।