• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার ৫ শত টাকা জরিমানা করে। অভিযানে  মিরুখালী, সাফা, তুষখালী ও মঠবাড়িয়া বাজারে বিভিন্ন বেকারী, মুধি, মনোহরী সহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ৪৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ও বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানী মিত্র। এসময় বিক্রিতপন্যের মূল্যতালিকা, ওজনে কম দেয়া, মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খ্যাদ্য দ্রব্য উৎপাদন করা এবং বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।
    
পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া বলন, কোন পণ্যর দাম অধিক রাখলে ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করবেন। তিনি আরও জানান, এ অভিযান অভ্যাহত থাকবে।