• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ১৩০ দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিডি‘র চাল বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া বড়মাছুয়া ইউনিয়নের ১৩০ টি দুঃস্থ্য পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে তিন মাসের ৯০ কেজি করে ভিজিডি কার্ডে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপরে বড়মাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা মো. জহির উদ্দিন হাওলাদার, প্যানেল চেয়ারম্যান মো. কাউয়ূম হাওলাদার, ইউপি সদস্য নজরুল ইসলাম টুকু, হারুন হাওলাদারসহ বিভিন্ন ইউপি সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ।

ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবেনা। দেশে কোন খাদ্য ঘাটতি নেই। তিনি এসময় করোনা পরিস্থিতিতে সকলকে সরকারি আইন মেনে চলার পরামর্শ দেন।