• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঠবাড়িয়ায় ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. সুমন জমাদ্দার (২৫) ও মো. লিটন হাওলাদার (২৯) নামের ২ মাদক বিক্রেতাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার জেলা দায়রা জজ মো. আ: মান্নানের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুমন জমাদ্দার উপজেলার শাখারীকাঠী গ্রামের মো. হারুন জমাদ্দরের এবং লিটন হাওলাদার একই উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শামসুল হকের ছেলে।

এ সময় আদালত সুমন জমাদ্দারকে আরো ১০ হাজার টাকা ও লিটন হাওলাদারকে ৮ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো ৩ মাস করে মোট ৬ মাসের দণ্ড প্রদান করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর র‌্যাব-৮ এর একটি টহলদল মঠবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মজিদ পাহলানের বাড়ির পেছনের পশ্চিম পাশের খালের পাড়ে কাঁচা রাস্তার ওপর মাদক বেঁচা-কেনা হচ্ছে বলে জানতে পারে। পরে অভিযান চালিয়ে ওই ২ মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এসময় আটক সুমন জমাদ্দারের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১১৬ পিস ও মো. লিটন হাওলাদারের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর এএসআই মো. জাহাঙ্গির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রের পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন হোসেন। আর আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শামসুল হক।