• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সংস্কার কাজ চলছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

 


কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দীর্ঘমেয়াদী সংস্কার সংরক্ষণ কাজ চলছে। এ বিখ্যাত লেখকের বাড়ি অন্তর্ভুক্ত করে ‘খুলনা বিভাগের সংরক্ষিত পুরাকীর্তিসমূহের সংস্কার সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রকল্পের প্রণয়নের কাজ চলমান রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, আসাদুজ্জামান নূর এবং অসীম কুমার উকিল বৈঠকে অংশগ্রহণ করেন।

শিল্পকলা একাডেমির গত এক বছরের কার্যক্রম, বাজেট, আয় ও ব্যয় এবং বিগত তিন বছরে একাডেমির মাধ্যমে কোন কোন শিল্পী বিদেশ গমন করেছেন এবং বিদেশ থেকে কারা বাংলাদেশে এসেছেন তার তালিকাসহ একটি বিস্তারিত প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।

বেসরকারি গ্রন্থাগারের জন্য মানসম্পন্ন বই ক্রয় নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক ‘বেসরকারি গ্রন্থাগারে অনুদান বরাদ্দ এবং বই নির্বাচন ও সরবরাহ সংক্রান্ত নীতিমালা ২০১৯’ প্রণয়ন করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে বইয়ের পরিবর্তে টাকা উত্তোলন বন্ধে দেশের প্রায় ৮ শতাধিক অনুদানপ্রাপ্ত বেসরকারি গ্রন্থাগারসমূহে জোরদার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণসহ অনুদানের পরিমাণ আরও বৃদ্ধি করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণে সুপারিশ করা হয়।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।