• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মানি লিগে বার্সার কাছে রেকর্ড ব্যবধানে হার রিয়ালের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

 

 

ডেলয়েট ফুটবল মানি লিগে লা লিগার সফলতম দল রিয়াল মাদ্রিদকে রেকর্ড ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আয়ের দিক থেকে প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে এর আগে কখনও এতোটা ব্যবধান দেখা যায়নি।

২০১৮-১৯ মৌসুমে €৮৪০.৮ মিলিয়ন উপার্জন করে সবার ওপরে আছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের (€৭৫৭.৩ মিলিয়ন) চেয়ে €৮৩.৫ মিলিয়ন বেশি আয় করেছে মেসিদের দল। ব্রিটিশ ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ €৭১১.৫ মিলিয়ন আয় করা ম্যানচেস্টার ইউনাইটেড আছে তালিকার তিনে। 

 

 

চারে আছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে তাদের আয় €৬৬০.১ মিলিয়ন। 

পরামর্শ সংস্থা ডেলয়েট জানাচ্ছে, ইংলিশ ক্লাবগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রীতিমতো হুমকিতে আছে ম্যানইউ। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল।