• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মালদ্বীপকে ৬-০ গোলে হারালো বাংলাদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

মঈনের হ্যাটট্রিকে বছরের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতলো বাংলাদেশ। উয়েফা ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারায় লাস-বুজের কিশোররা।

উয়েফা ডেভেলপমেন্ট অনূর্ধ্ব -১৬ ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচটায় মাঠে নামে অতিথি মালদ্বীপ আর স্বাগতিক বাংলাদেশ। শুরু থেকেই অতিথিদের চাপের মুখে রেখেছিল বাংলাদেশ। ৭ মিনিটে  ইমন ইসলাম বাবুর গোলে লিড নেয়  স্বাগতিকরা। ১৪ মিনিটে  জুম্মানের গোলে আবারো লিড নেয় লাল-সবুজরা।

এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ২২ মিনিটে আরো একটি গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ৩য় গোলটি আসে অপূর্বের মাধ্যমে।

প্রথমার্ধে আরো একটি গোল পায় বাংলাদেশ। এবার স্কোরার মঈনুল ইসলাম মঈন।

মধ্য বিরতির পর ৫২ এবং ৮৫ মিনিটে নিজের হ্যাট্রিক গোল করেন মঈন। ৫২ মিনিটে পেনাল্টি থেকে নিজের ২য় ও দলের ৫ম গোল করেন মইন। ৫৮ মিনিটে রেফারি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় মালদ্বীপ। এরপর ৮৬ মিনিটে মালদ্বীপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মইনুল ইসলাম মইন। ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

টুর্নামেন্ট সেরা গোলদাতার পুরস্কারটাও জেতেন মঈন।