• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

 


ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় নাজির হোসেন ভূইয়া (৩৫) নামে এক মাদকাসক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের অভিযোগে এবং গাঁজা সেবন ও বহন করার দায়ে নজির হোসেনকে এই কারাদণ্ড দেয়া হয়। 

আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম। কারাদণ্ডপ্রাপ্ত নজির হোসেন কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের সফিকুল ইসলাম ভূইয়ার ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নজির হোসেন ভূইয়া মাদকাসক্ত। সে মাদক সেবন করে পরিবারের লোকজনের উপর অত্যাচার চালাত। টাকা পয়সা না দিলে বাড়ি-ঘরের জিনিসপত্র ভাংচুর করতো। তার অত্যাচারে অতিষ্ট হয়ে নজির হোসেনের মা সাহেরা খাতুন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের নিকট লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত একটি অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে নাজির হোসেন তার সকল দোষ স্বীকার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।