• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মির্জা ফখরুলকে রেখেই চলে গেলো বিএনপি নেতারা!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

১৭ই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা। এসময় দলের সিনিয়র নেতাদের বক্তব্য শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়া শুরু করলে ক্রমেই স্থান ত্যাগ করতে শুরু করে নেতাকর্মীরা। শেষমেশ মানববন্ধন স্থলে মাত্র ৫০ থেকে ৬০ লোক উপস্থিত ছিলেন।

জানা যায়, সকাল ১১ টা থেকে শুরু হওয়া মানববন্ধন ১২ টায় শেষ হওয়ার কথা ছিলো। দলের মহাসচিব মির্জা ফখরুল ১১ টা ৫০ মিনিটে সভাপতির বক্তব্য দেওয়ার আগেই ব্যানার গুটিয়ে এবং ফেস্টুন নিয়ে নেতা কর্মীদের কর্মসূচির স্থান ত্যাগ করতে দেখা যায়।

এই কর্মসূচিতে প্রায় দুই হাজার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যের আগেই কর্মসূচি থেকে চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন কর্মী বলেন, মির্জা ফখরুল সাহেবের সেই গতানুগতিক কথা শুনতে আর ভালো লাগে না। এছাড়া রাজনীতির বাইরে আমাদের কাজ করে খেতে হয়। তাই আগেই চলে যাচ্ছি।

এদিকে রিজভীপন্থী এক নেতা বলেন, মির্জা ফখরুলের আঁতাতের কারণেই খালেদা জিয়া আজও কারাবন্দী। দলের নেতাকর্মীরা আন্দোলনের পক্ষে থাকলেও তিনি কর্মসূচি দিচ্ছে না। আবার এখন এসেছে বড়বড় কথা শোনাতে।

জানা যায়, পূর্ব-ঘোষিত মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীদের সমবেত হতে দেখা গেছে। তবে নেতাকর্মীদের মহাসচিবের বক্তব্য বর্জন করায় সিনিয়র নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।