• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মেঘনায় ধরা পড়ল ৫ মণ ওজনের পান পাতা মাছ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে জেলেদের জালে ৫ মণ ওজনের একটি পান পাতা মাছ ধরা পড়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বিকেলে নদীতে জাল ফেলেন আলমগীরসহ তার সহযোগীরা। পরে জাল টেনে কাছে আনার সময় জালে বড় কিছু একটা ধরা পড়েছে বলে টের পান তারা। এসময় জেলেরা আস্তে আস্তে জাল টেনে কৌশলে বিরল প্রজাতির পান পাতা মাছটি ধরতে সক্ষম হন। পরে সন্ধ্যায় মাছটি বিক্রি করতে নৈশ্য মৎস্য আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক মাছ ব্যবসায়ী রাজু বেপারীর কাছে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। 

মাছ ব্যবসায়ী রাজু মিয়া জানান, কোনো ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি মাছটি ৮০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হতে পারে।