• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মেডিকেলের প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, সঞ্চয়পত্র উদ্ধার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০  

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রফতার করেছে সিআইডির সাইবার পুলিশ। এ সময় কোটি কোটি টাকার সঞ্চয়পত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- এস এম সানোয়ার হোসেন, জসিম উদ্দিন ভুঁইয়া, পারভেজ খান, জাকির হোসেন দিপু ও সামিউল জাফর। এ সময় চক্রের মূল হোতা জসিম উদ্দিনের কাছ থেকে দুই কোটি ৬৫ লাখ টাকার ৩৯টি চেক, দুই কোটি ২৭ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, ১৪টি মোবাইল, ৩টি গাড়ি ও ২টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। পারভেজের কাছ থেকে ৮৪ লাখ টাকার চেক এবং জাকির হোসনের কাছ থেকে ৫৭ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সাইবার পুলিশের  ডিআইজি শাহ আলম। তিনি জানান, রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গত ২০ জুলাই মিরপুর মডেল থানায় এজাহারভুক্ত ১৪ জনসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। 

 

ছবি: ডেইলি বাংলাদেশ

 

তিনি আরো জানান, এরা ২০১৩-২০১৮ সাল পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ছাপাখানা থেকে অর্থের বিনিময়ে মেডিকেল ভর্তির প্রশ্ন পরীক্ষার আগে বের করতো।

২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসের তদন্ত করে সিআইডি। তখন ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয়া হয়। গ্রফতার করা হয় ৪৭ জনকে। ওই মামলার তদন্ত করতে গিয়ে ২০১৮ সালে প্রশ্নফাঁস চক্রের সন্ধান পায় সিআইডি। সেই ঘটনার সূত্রে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয় সানোয়ার হোসেনকে। তাকে জিজ্ঞাসার সূত্রে অন্যদের গ্রেফতার করা হয়। এরা ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।