• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

যশোর থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় ফেনসিডিল, গ্রেফতার ৫

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ মে ২০২১  

রাজধানীর রমনা এলাকা থেকে অ্যাম্বুলেন্সে ফেনসিডিল বহনকালে ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৫০), মো. দিপু রহমান (৩০), মো. আনারুল ইসলাম (৩৪), মো. ইকবাল হোসেন (৪৪) ও মো. আব্দুল হাকিম (২৩)।

শনিবার (৮ মে) রাতে রমনা মডেল থানার হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগের মেইন গেটের সামনে থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৯ মে) অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা যশোর জেলা থেকে অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল এনে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

রমনা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে এ সংক্রান্ত মামলা হয়েছে।