• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

যে কারণে IELTS করবেন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯  

আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) হলো ইংরেজি ভাষার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টেস্ট। এটি বিশ্বের সবচেয়ে বড় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। আসুন জেনে নেই কেন আইইএলটিএস করা প্রয়োজন-

যে কারণে করবেন
১. দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আইইএলটিএস করতে হবে। 
২. ফরেন এজেন্সিগুলোতে চাকরি করতে চাইলে আইইএলটিএস দরকার। 
৩. দেশের বাইরে মাইগ্রেশন নিতে চাইলে অবশ্যই আইইএলটিএস প্রয়োজন।

৪. অ্যাম্বাসিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আইইএলটিএস করতে হবে। 
৫. বিদেশে চাকরি করার জন্য আইইএলটিএস জরুরি। 
৬. নার্সিং, মেডিসিন, ফার্মাসিউটিক্যালস রিলেটেড ইন্ডাস্ট্রিতে চাকরি করার জন্য আইইএলটিএস করবেন। 
৭. এভিয়েশন ও ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে চাকরির আবেদন করতে আইইএলটিএস করতে হয়। 
৮. অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডে সপরিবারে রেসিডেন্স পারমিটের জন্য আইইএলটিএস দরকার। 
৯. অ্যাম্বাসি ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে আইইএলটিএস করা জরুরি। 
১০. ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি প্রুভ করতে আইইএলটিএস করে নিন। 
১১. অ্যাডিশনাল স্কিল হিসেবেও আইইএলটিএস করতে পারেন।