• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

যেমন খেলেছি, আমরা এর চেয়ে ভালো দল : মাহমুদউল্লাহ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত না হলে আরও বড় লজ্জা জুটতে পারত। পরাজয়ের চেয়েও বড় সমালোচনা বাংলাদেশি ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে। সেই পারফর্মেন্স এতটাই সাদামাটা ছিল যে, একটা টেস্ট মর্যাদাসম্পন্ন দল হিসেবে লজ্জার। তবে নিজেদের এতটা খারাপ ভাবতে রাজি নন মাহমুদউল্লাহ। তার বক্তব্য, দলের প্রতিভা আছে কিন্তু প্রয়োগ হচ্ছে না।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'প্রতিভা আছে, সম্ভাবনা আছে, কিন্তু আমরা নিজেদের দক্ষতার প্রয়োগ যথেষ্ট ভালোভাবে করতে পারিনি। ঠিকঠাক বাস্তবায়ন করতে পারিনি, যেটা ওরা করেছে। আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি, পারফর্ম করতে পারিনি। মাঠের খেলা নিয়ে আমি কিছুটা হতাশ। আমরা যেমন খেলেছি, আমরা এর চেয়ে ভালো দল। এই ফরম্যাটে এখনও আমরা ধারাবাহিকভাবে ভালো খেলার পথ খুঁজছি। মোমেন্টামের সন্ধান করছি।'

টি-টোয়েন্টিতে এমনিতেই দুর্বল বাংলাদেশ। এই ফরম্যাটের গতি-প্রকৃতি এখনও বুঝতে উঠতে পারেনি ক্রিকেটাররা। এবছরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা শোনালেন অধিনায়ক, 'আমাদের দেখতে হবে, কোন কোন জায়গায় আমরা উন্নতি করতে পারি। এই সংস্করণে আমাদের ক্রমাগত উন্নতি করে যাওয়া প্রয়োজন। এই মুহূর্তে আমাদের হাতে আছে বেশ তরুণ একটা দল। ওদের যথেষ্ট সুযোগ দিতে হবে, সময় দিতে হবে অভিজ্ঞতা অর্জনের জন্য। এরপর হয়তো ওরা ভালো পারফরম্যান্স করতে পারবে।'