• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

যেসব পোস্ট করলে কঠোর ব্যবস্থা নেবে ফেসবুক-ইন্সটাগ্রাম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

 সম্প্রতি নীতিমালা পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।  এবার লিঙ্গ পরিবর্তন নিয়ে যেকোন প্রকার পোস্ট নিষিদ্ধ করা হলো ফেসবুকে। এই সিদ্ধান্ত অনুযায়ী ফেসবুক এবং ইন্সটাগ্রামে কাউকে লিঙ্গ পরিবর্তন করতে উস্কানি দিয়ে কিংবা যৌনতা সংক্রান্ত হেনস্তা করে ফেসবুকে পোস্ট দেয়া যাবে না। সম্প্রতি নিজেদের পলিসিতে একাধিক বদল এনেছে ফেসবুক।

সম্প্রতি ‘কোর ইস্যুস ট্রাস্ট’ নামে ব্রিটেনের একটি ধর্মীয় গ্রুপের পক্ষ থেকে ‘গে কনভারসন থেরাপি’ বা যৌন রূপান্তরের বিষয়ে নানা পোস্ট করছিল ইনস্টাগ্রামে। ওই সমস্ত পোস্টই সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান ইনস্টাগ্রামের কর্মকর্তা তারা হপকিন্স।
 
মূলত কী ধরনের লেখা বা খবর পোস্ট ফেসবুকে করা যাবে, কিংবা কী ধরনের ছবি পোস্ট করলে ইউজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন অনেক বিষয়ই পলিসিতে উল্লেখ করা হয়েছে। সেখানেই নয়া সংযোজন গে কনভারশন থেরাপি বা যৌন রূপান্তরের বিষয়টি। সেখানে নতুন করে যুক্ত হবে,  সংযোজন গে কনভারশন থেরাপি বা যৌন রূপান্তরের বিষয়টি।

উল্লেখ্য, মার্কিন মুলুকের অন্তত ১৯টি রাজ্যে রূপান্তরকামী থেরাপিতে নিষেধাজ্ঞা রয়েছে। ইউরোপেও এর চল আছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, জোর করে যৌন দৃ্ষ্টিভঙ্গি বদলে দেওয়ায় সেই ব্যক্তি কখনও চূড়ান্ত হতাশায় ভুগেছেন তো কখনও মাদকাসক্ত হয়ে পড়েছেন। এমনকী অল্প বয়সিদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও জন্মায়।

এ বিষয়ে ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়, সংস্থা চায় না এই প্ল্যাটফর্মে কেউ কারো যৌন দৃষ্টিভঙ্গি অথবা পরিচিতি নিয়ে কোনো রকম আক্রমণের মুখে পড়ুক। কোনো ব্যবহারকারী যেন এ রকম কাজ করতে না পারে, সেজন্য নিয়মে পরিবর্তন এনে এ ব্যাপারে পোস্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।