• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

যৌন হয়রানির মামলায় ইসরায়েলের সাবেক পুলিশ প্রধানের কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

এক নারী পুলিশ কর্মকর্তাকে যৌন হয়রানি করায় ইসরায়েলের সাবেক পুলিশ প্রধানকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক ওই পুলিশ প্রধানের নাম নিসান শাহাম।

সোমবার ইসরায়েল জেলা আদালত এই রায় দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

ওই প্রতিবেদনে প্রকাশিত তথ্যমতে, শাহামের অধীনস্ত এক নারী কর্মকর্তা তার বিরুদ্ধে ওই অভিযোগ করেন। তবে এই অভিযোগ থেকে শাহামকে মুক্তি দিয়েছিল ইসরায়েলের ম্যাজিস্ট্রেট কোর্ট। এরপর ইসরায়েলে #মিটু আন্দোলনে এই ঘটনা সমালোচনার সৃষ্টি করলে ২০১৯ সালের সেপ্টেম্বরে ম্যাজিস্ট্রেট কোর্টের ওই রায়কে পুনরায় বিবেচনার জন্য নির্দেশ দেয় তেল আবিব জেলা আদালত। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুনরায় এই মামলার তদন্ত শুরু করে জেরুজালেম পুলিশ। পুলিশের দেওয়া তদন্ত রিপোর্ট বিবেচনা করে শাহেমকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন জেরুজালেম জেলা আদালতের মুখ্য বিচারক শাহমুয়েল মেলামেদ।

তবে সাবেক এই পুলিশ প্রধানের আইনজীবী জানান, শাহামের মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টের রায় বিবেচনা করেনি জেলা আদালত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।

উল্লেখ্য, অধীনস্ত নারী পুলিশ কর্মকর্তাদের যৌন হয়রানির অভিযোগে ২০১৩ সালে জেরুজালেম পুলিশ প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নিসান শাহামকে।