• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের  এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক ওই সদস্যের নাম ইসমাইল শেখ (৩২)। বুধবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ২-এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  তেজগাঁও থানার মহাখালী ফ্লাইওভারের পাশের ফুটপাত থেকে তাকে আটক করা হয়। তেজগাঁওয়ের  আরজত পাড়া এলাকার কোনও এক নিদিষ্ট স্থানে সংগঠনের  সদস্যদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিতে যাচ্ছিল সে। ইসমাইল শেখ  আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।’

তিনি বলেন, ‘গত  ৩০ সেপ্টেম্বর ও ২৩ ডিসেম্বর আনসার আল ইসলামের চার জন শীর্ষ জঙ্গিকে আটক করা হয়। পরবর্তীতে পলাতক আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তারই ফলশ্রুতিতে ইসমাইলকে আটক করা হলো।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটক ব্যক্তি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামি জঙ্গিবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, লিফলেট ও মোবাইল থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’