• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রাতারাতিই কোটিপতি হলেন সরকারি স্কুলের রাঁধুনি (ভিডিও)

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

 

গল্পটি চোখ কপালে ওঠার মতোই। মাসে মাত্র দেড় হাজার টাকা বেতনে একটি সরকারি স্কুলে রাঁধুনির কাজ করেন তিনি। অর্থ কষ্টে থাকা এই নারী একদিনেই হয়ে গেলেন কোটি টাকার মালিক। আর এজন্য তাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে।

স্কুলে ‘খিচুড়ি স্পেশালিস্ট’ নামে পরিচিত এই নারীর কোনো মোবাইল ফোন নেই। পরিবারের একটি মাত্রই ফোন। ভালোবেসে শিক্ষার্থীরা পরম মমতায় তাকে কাকু নামে ডাকে। যার অর্থ আন্টি।  

এরই মধ্যে ঘটনাটি কিছুটা আঁচ করা গেছে নিশ্চই! ঠিকই ধরেছেন ঘটনাটি ঘটেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে। অমিতাভ বচ্চনের উপস্থাপনায় তুমুল জনপ্রিয় এই আয়োজন।

ওই রাঁধুনীর নাম ববিতা তাডে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অংশ নিয়ে ১ কোটি টাকা জিতেছেন। তিনি ৭ কোটি টাকার প্রশ্নটিও খেলেছেন। শো চলাকালীন ববিতাকে কাজ নিয়ে নানা প্রশ্ন করেছেন বিগ বি। সে সব প্রশ্নের উত্তরে উঠে এসেছে ববিতার জীবনের গল্প।

ববিতা জানান, তার কোনো ফোন নেই। তার পরিবারের একটি মাত্র ফোন রয়েছে। তখন শো এর মধ্যেই অমিতাভ বচ্চন তার হাতে একটি ফোন তুলে দেন। 

ভিডিওটি দেখুন এখানে