• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রাসূলুল্লাহ (সা.) এর ৫ গুরুত্বপূর্ণ উপদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

মিশকাত শরিফে বর্ণিত এক হাদিসে জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে বলেছেন:

(১) বার্ধক্য আসার পূর্বে যৌবনের।

(২) রোগ হওয়ার পূর্বে স্বাস্হ্যের।

(৩) দরিদ্র আসার পূর্বে স্বচ্ছলতার।

(৪) ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের। 

(৫) মৃত্যু আসার পূর্বে জীবনের।

হাদিস শরিফে আরো আছে, প্রজ্ঞা মুমিনের হারানো সম্পদ। (তিরমিজি, ৫/৫১; ইবনে মাজা, ২/১৩৯৫)। সময় বা আয়ু মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। রোজ কেয়ামতে কঠিন হাশরের ময়দানে আল্লাহর আদালতে বিচারের সময় প্রতিটি নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে বলেন, 

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

‘অতঃপর সেদিন তোমাদের প্রতিটি নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।’ (সূরা: তাকাসুর, আয়াত: ৮)।