• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রেজার ব্যবহারের পর জ্বালা ভাব ও র‌্যাশ হলে করণীয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

 


অনেক সময় দাড়ি কাটতে রেজার ব্যবহার করে থাকেন ছেলেরা। তবে রেজার দিয়ে শেভ করার ফলে তবে জ্বালাপোড়া অনুভব করেন নিশ্চয়ই? 

জ্বালাপোড়ার সঙ্গে চুলকানি বা র‌্যাশও হয়ে যায়। এই সমস্যা আপনি ঘরে বসেই সমাধান করতে পারেন। ভাবছেন কীভাবে কি করবেন? তাহলে জেনে নিন ঘরেই কীভাবে এ সমস্যা এড়াতে পারবেন-  

গোসলে গরম পানি ব্যবহার করুন
চুল ও ত্বক নরম হলে শেভ করা বেশ সহজ হয়। বেশিরভাগ পুরুষরা গোসলের আগেই শেভ করে থাকেন। এতে করে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তাই শেভ করার আগে উষ্ণ গরম পানিতে গোসল করে নিন। এতে করে দাড়ি এবং ত্বক দুটিই নরম হবে। ফলে রেজার দিয়ে শেভ করলেও জ্বালাপোড়া হবে না। 

ম্যাসাজ করুন
শুকনা অবস্থায় শেভ করা অত্যন্ত বিরক্তিকর হতে পারে। এ অবস্থায় শেভ করলে ত্বকে ফোঁড়া বা জ্বালাপোড়া হতে পারে। তাই রেজার দিয়ে শেভ করার আগে ভালো মানের শেভিং ক্রিম ম্যাসাজ করে নিন। প্রায় মিনিট দুই ধরে আপনার মুখে এবং ঘাড়ে এটি ম্যাসাজ করুন। 

রেজার পরিবর্তন করুন
বেশিদিন একটি রেজার ব্যবহার করা এখনই উচিত নয়। এতে করে ত্বকে র‌্যাশ হতে পারে। তাই কিছুদিন পর পর রেজার পরিবর্তন করুন।  

সঠিক উপায়ে রেজার ব্যবহার করুন
রেজার দিয়ে শেভ করার ক্ষেত্রে সঠিক উপায় অবলম্বন করুন। শেভ করার সময় বেশি চাপ দেয়া একদমই ঠিক না। যতোটা সম্ভব হালকা এবং মসৃণভাবে শেভ করুন। আপনার দাড়ি একটু বেশি বড় হওয়ার পর শেভ করলে ত্বকের উপর চাপ কম পরবে। ফলে র‌্যাশ হওয়ার সম্ভাবনাও কমে যাবে। 

ব্যবহারের আগে ও পরে রেজার পরিষ্কার করুন
রেজার ব্যবহারের আগে এবং পরে ভালোভাবে আপনার রেজার পরিষ্কার করুন। এক থেকে দুই মিনিট গরম পানিতে রেজার ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এরপর ভালোভাবে মুছে শুকিয়ে রাখুন।