• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রেল যাত্রী সেবার মান বাড়াচ্ছে: রেলপথ মন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

বাংলাদেশ রেল দিন দিন যাত্রী সেবার মান বাড়াচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অনলাইনে কমলাপুর রেল স্টেশনের জন্য মধুমতি ব্যাংকের দেওয়া ১০০টি আধুনিক ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন ভাবে রেল তার সেবা বৃদ্ধি করছে। আমরা সেবার মান আরও বাড়াতে কাজ করছি। 

যাত্রী সেবা বাড়ানোর এ উদ্যোগে যুক্ত হওয়ায় মধুমতি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, কমলাপুর রেল স্টেশনকে মধুমতি ব্যাংকের দেওয়া এসব ট্রলির মাধ্যমে যাত্রী সেবার মান আরও বৃদ্ধি পাবে। 

কমলাপুর রেল স্টেশনে উপস্থিত থেকে এসব ট্রলি গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহানসহ বিভাগীয় কর্মকর্তারা। 

এ সময় সেখানে মধুমতি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি মো. শফিউল আজম।  এছাড়া ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।