• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রোগীদের প্রতি আবেদন, আপনারা তথ্য গোপন করবেন না

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ মে ২০২০  

করোনাভাইরাসের কারণে আমরা একটা কঠিন সময় পার করছি। এসময় রোগীদের প্রতি আবেদন, তারা যেন তথ্য গোপন না করেন। অন্তত চিকিৎসকের কাছে সত্য কথাটা বলুন। এটা সত্য যে, তথ্য গোপনের নানা কারণও আছে। করোনার লক্ষণ আছে জানলে কিংবা করোনা হলে আত্মীয়স্বজন কেউ কাছে যেতে চায় না। অচ্ছুত ভাবে, হীন মনে করে।

এমনকি কোথাও কোথাও স্বাস্থ্য কর্মীরাও ভয় পান। কিন্তু সবার মঙ্গলের জন্য তথ্য গোপন করা যাবে না। কারণ তাতে আরও অনেকের করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া তথ্য গোপন করলে রোগও ধরা পড়বে না। ডাক্তার আক্রান্ত হবে। সেই আক্রান্ত ডাক্তার আবার অনেকের সেবা দিবে। ডাক্তারের মাধ্যমে অন্য ডাক্তারসহ আরও অনেকের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়বে। আর একজন ডাক্তার যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে হাজার হাজার রোগী তার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। এসব কিছু বিবেচনা করে রোগীদের প্রতি অনুরোধ আপনারা তথ্য গোপন করবেন না। ভয় পাবেন না, মনোবল হারাবেন না। এ ভাইরাসে সংক্রমিত ৮০ ভাগ রোগী এমনিতেই সুস্থ হয়ে যায়। 

লেখক: মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক