• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে অস্থায়ী ট্রানজিট পয়েন্ট স্থাপন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটি দল আজ স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে। তাদের সুষ্ঠুভাবে ভাসানচরে পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ নৌ বাহিনী ও কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নৌ বাহিনীর রেডি রেসপন্স বাথ, বিএফ শাহীন কলেজ, বোট ক্লাব এলাকায় অস্থায়ী ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে। পাশেই কোস্টগার্ড জেটিতে অপেক্ষা করতে দেখা গেছে বেশ কয়েকটি জাহাজকে।

jagonews24

এর আগে দুপুরে কক্সবাজার সংবাদদাতা জানান, ২১টি বাসে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গারা। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে অন্তত ৬০০ রোহিঙ্গা থাকতে পারে বলে ধারণা রোহিঙ্গা নেতাদের।

তিনি জানান, কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যেতে উখিয়া কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে। মাঠে একাধিক কাপড়ের প্যান্ডেল ও বুথ তৈরি করা হয়েছে।

jagonews24