• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

র‌্যাব-৮ এর অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জুন ২০২০  

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল (১ জুন ) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার কাজিরহাট থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে।  

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার কাজিরহাট থানাধীন মাঝগ্রাম সাকিনস্থ শাহজাদা সুমন এর বাড়ীর দক্ষিণ ভিটির বসত ঘরের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি গতকাল সন্ধ্যায় ৭টায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ৪ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) শাহাজাদা সুমন(৩০), পিতাঃ জামাল খান, সাংঃ মাঝগ্রাম, থানাঃ কাজিরহাট, জেলাঃ বরিশাল, (২) নাসির খান(২৬), পিতাঃ মৃত ফজেল খান, সাংঃ খলিসার উত্তর পাড়, থানাঃ কাজিরহাট, জেলাঃ বরিশাল, (৩) ঝন্টু খান(৩৮), পিতাঃ মৃত আব্দুল আলী খান, সাংঃ আলেকান্দা কালুসা সড়ক, থানাঃ কোতয়ালী, বিএমপি বরিশাল, (৪) মামুন দেওয়ান(২৫), পিতাঃ রাজ্জাক দেওয়ান, সাংঃ দড়িচর খাজুরিয়া, থানাঃ মেহেন্দীগঞ্জ, জেলাঃ বরিশাল বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে সর্বমোট ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ১৫ গ্রাম এবং মাদক বিক্রয়ের নগদ ৩,৭৯২/- টাকা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার কাজিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।