• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

র‌্যাব-৮ এর অভিযানে ১জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ ১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এর প্রেক্ষিতে গতকাল ২১ জুলাই রাতে গোপন সংবাদ থেকে তথ্য পাওয়া যায় যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আহলাদীপুর গ্রাম এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে।

এর প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আহলাদীপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহ(২৫), পিতা-আব্দুল কাদের, সাং-পাদগুনা, থানা-মুন্ডু, জেলা-বছিদহ, দেশ-মিয়ানমার (এপি/সাং-জামতলী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার) কে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০০৫ পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১ মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৫০০টাকা জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।  
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।