• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় বেড়েছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

 


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ বছরের কম বয়সের শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ শেষে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার ৬২৫ কোটি ৬১ লাখ টাকা জমা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৪ কোটি ৩৩ লাখ টাকা বেশি। ২০১৯ সালের ডিসেম্বর শেষে স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংক হিসাব সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৯ লাখ ৯২ হাজার ৯০২টি।

অর্থনৈতিক কর্মকাণ্ডে কোমলমতি শিক্ষার্থীদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসা হলো স্কুল ব্যাংকিংয়ের লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে ২০১০ সালে এ কর্মসূচি গ্রহণ করা হয়। দেশে কার্যরত ৫৯টি তফসিলি ব্যাংকের বর্তমানে ৫৫টি ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোতে শিক্ষার্থীদের মোট অ্যাকাউন্টের সংখ্যা ১৩ লাখ ৫৯ হাজার ৪০৭টি। যা মোট স্কুল ব্যাংকিং হিসাবের ৬৮ দশমিক ২১ শতাংশ। এসব হিসাবের বিপরীতে ১ হাজার ৩৪৪ কোটি ২৮ লাখ টাকা আমানত সংগ্রহ করেছে বেসরকারি ব্যাংকগুলো। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহ ২৪ দশমিক ৮৭ শতাংশ স্কুল ব্যাংকিং হিসাব খুললেও মোট স্থিতির মাত্র ১৩ দশমিক ৪৪ শতাংশ তারা সংগ্রহ করেছে।

মোট হিসাবের ৩৭ দশমিক ০৫ শতাংশ গ্রামাঞ্চলে এবং ৬২ দশমিক ৯৫ শতাংশ শহরাঞ্চলে খোলা হয়েছে। গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে স্থিতির পরিমাণ মোট স্থিতির যথাক্রমে ২৫ দশমিক ৮৯ শতাংশ এবং ৭৪ দশমিক ১০শতাংশ। মোট হিসাবে ছাত্র ও ছাত্রীর অনুপাত প্রায় ৫৮:৪২।

আমানত সংগ্রহের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি মোট ৪ লাখ ৩১ হাজার ৮৮টি হিসাব খুলে শীর্ষে আছে। যা মোট হিসাবের ২২ দশমিক ৪২ শতাংশ। মোট স্থিতির ভিত্তিতেও ব্যাংকটির অবস্থান সবার উপরে। তাদের সংগৃহীত আমানত প্রায় ৪৮৯ কোটি ৫৩ লাখ টাকা। যা মোট স্থিতির ৩০ দশমিক ১৭ শতাংশ।