• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঈদ রান্নায় রকমারি

শির খুরমা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

উপকরণঃ

সেমাই-১০০ গ্রাম, দুধ-২ লিটার, গুড়া দুধ-১ কাপ, কনডেন্স মিল্ক-১/২ ক্যান, খুরমা টুকরো করা-১/২ কাপ, বিভিন্ন রকম বাদাম কুচি-১/২ কাপ, কিসমিস-১/৩ কাপ, এলাচ গুড়া-১ চা চামচ, আমন্ড পাউডার-১ টেবিল চামচ, ঘি-৩ টেবিল চামচ, চিনি-৩/৪ কাপ, লবণ-১ চিমটি, দুধে ভেজানো জাফরান-১ চিমটি।  

প্রণালীঃ

প্যানে ঘি দিয়ে বাদাম এবং কিসমিস হালকা করে ভাজুন। সেমাই টুকরা দিয়ে লালচে করে ভেজে সব তুলে নিন। দুধ জ্বাল দিন। ১০ মিনিট ফুটিয়ে গুড়া দুধ দিয়ে মেশান। দুধে ভেজানো জাফরান দিন। আমন্ড পাউডার মিশিয়ে ভাজা সেমাই-খেজুর-বাদাম ও লবণ দিন। নেড়েচেড়ে সেমাই সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। কনডেন্স মিল্ক এবং চিনি এ্যাড করুন। আরো ৩/৪  মিনিট রান্নার পর চিনি গলে গেলে এলাচ গুড়া ছড়িয়ে নামান। ঠান্ডা করে পরিবেশন করুন মজার এই আফগান ডেজার্টটি।