• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শুভ জন্মদিন মিকি মাউস

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

 

সোমবার ৯০ বছরে পর্দপণ করলো বিশ্বের জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউস। এমন কোন শিশু নেই যে মিকি মাউস ও তার বান্ধবি মিনি মাউমকে চিনে না। প্রজম্মের পর প্রজম্ম মিকি মিকি বিনোদন দিয়ে আসলেও মিকি আর মিনি বুড়ো হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে বেশ মহাসমারোহে পালিত হয় তাদের জন্মদিন। দ্য ডেইলি স্টার
১৯২৮ সালের ১৮ নভেম্বর কার্টুন জগতই পাল্টে দিয়েছিলো শ্রোষ্ঠা ওয়াল্ট ডিজনির মিকি। কার্টুনের জগৎ মাতাতে এসেছিলো একটি ছোট ইঁদুর। স্টিমবোট উইলি নামের একটি শটে তাকে প্রথম দেখতে পাওয়া যায় এবং সেটা ছিলো হাতে আঁকা। ধীরে ধীরে হাতে আঁকা এই কার্টুনে একের পর এক চলমান দৃশ্যের সঙ্গে মিউজিক যোগ হয়। ওয়াল্ট ডিজনি ট্রেনে বসেই এঁকে ফেললেন মিকিকে যদিও নাম দিলেন মর্টিমার মাউস। পরে তার স্ত্রী লিলিয়ান মর্টিমারকে বদলে রাখলেন ‘মিকি’।
ডিজনির মতে, ১৯২৯ থেকে ১৯৩২ সালের মধ্যেই মিকি মাউসের ফ্যানক্লাবের সদস্য হয় ১০ লাখ শিশু। সময়ের সঙ্গে সঙ্গে মিকির সাম্রাজ্য ছিনিয়ে নিতে চেয়েছে অনেক কার্টুন চরিত্র। কিন্তু, মিকির কাছে সবই পরাস্ত।
কার্টুন চরিত্র হিসেবে মিকি’র জীবন ১৯৯৪ সালে শেষ হয়ে গেলেও তার প্রভাব বর্তমান জীবনে একটুও কমেনি। রাজনৈতিক জগতে আজও মিকি মাউস বারবার মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। যেমন হয়েছিলো ১৯৬৯ সালের প্যারোডি কমিক ‘মিকি মাউস ইন ভিয়েতনাম’-এ।
মিকি মাউম আরো প্রজম্মের পর প্রজম্ম বিনোদনে মাতিয়ে রাখবে। মিকির তুলনা মিকিই আর কোন কার্টুন চরিত্র নয়।