• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শেখ হাসিনা একজন কৃষক বান্ধব সরকার প্রধান- প্রাণী সম্পদ মন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য  ও প্রাণী সম্পদ  মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনা একজন কৃষি বান্ধব সরকার প্রধান। তারই উদ্যোগে এদেশের কৃষকরা আজ বিনা মূল্যে  সার, বীজ, কিটনাশক সহ মূল্যবান কৃষি  যন্ত্রপাতি পাচ্ছেন।  কৃষকদের ভর্তূকি দেয়া হচ্ছে। প্রধান মন্ত্রীর নির্দেশে  আ’লীগ ও তার অংগ সংগঠনের নেতারা অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে। অথচ গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এদেশের সার ও সেচ কাজে  বিদ্যুৎ দাবী করতে গিয়ে কানসার্টে কৃষককে গুলি করে হত্য করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন কালে এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী রেবেকা খান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান প্রমুখ।

এ সময় এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার ৫টি গ্রুপের ১৫০ জন কৃষকের মাঝে  পাওয়ার টিলার, ধানকাটা মেশিন, ধান মাড়াই যন্ত্র, সেচ পাম্প, ফুট পাম্প, সহ বিভিন্ন উপরকরণ প্রদান করা হয়। 

একই দিন মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময়  মন্ত্রী   বলেন, প্রধান মন্ত্রীর উদ্যোগে দেশ আজ মৎস্য সম্পদে  স্বয়ং সম্পূর্ন। বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় মৎস্য রপ্তানীকারক  দেশ হিসাবে পরিচিতি পেয়েছে। পৃথিবীর ৮০ ভাগ ইলিশ আজ  এদেশের নদ-নদী সহ বঙ্গোপসাগরে উৎপাদন হচ্ছে।