• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস আজ থেকে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে। প্রতিদিন প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির একটি করে ক্লাস অনুষ্ঠিত হবে।  পাঠদান কার্যক্রম দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকাল ৪ টায়। প্রতিটি বিষয়ে পাঠদান চলবে ২০ মিনিট। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাথমিক বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে বিষয়ভিত্তিক পাঠদান এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ঘরে বসে শিখি’। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটিন অনুযায়ী এ কার্যক্রমের সম্প্রচার শুরু হবে।

আজ প্রাক-প্রাথমিকে ক্রিয়াকলাপভিত্তিক আনন্দদায়ক শিখন, প্রথম শ্রেণিতে বাংলা, দ্বিতীয় শ্রেণিতে ইংরেজি, তৃতীয় শ্রেণিতে বিজ্ঞান, চতুর্থ শ্রেণিতে গণিত ও পঞ্চম শ্রেণিতে বিজ্ঞানের ক্লাস অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় ক্লাস শুরু হয়ে প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে চলবে ২০ মিনিট পর্যন্ত। টিভিতে ক্লাসের প্রতিদিনের সূচি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (www.dpe.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। জানা  গেছে টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিবে।