• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করছে: আইনমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার দেশে মান সম্মত শিক্ষা নিশ্চিতে সর্বাধীক গুরুত্ব দিচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দক্ষ মানবসম্পদ গড়া সম্ভব।

শনিবার (১৮ জানুয়ারি) বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবাগত ছাত্র-ছাত্রীদের ‘স্প্রিং-২০২০’ সেমিষ্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ষ্ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির রেজিষ্ট্রার, বিভিন্ন অনুষ্টানের ডিন, বিভাগীয় প্রধানগন, শিক্ষকমন্ডলী, অভিবাবকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

আনিসুল হক বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিশেষ অবস্থান অর্জন করেছে। তিনি বলেন, ১০ বছরের শিক্ষাজীবন শেষ করে একজন শিক্ষার্থী কলেজ ও এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানার্জন জ্ঞানচর্চা ও জ্ঞানসৃষ্টির প্রতিষ্ঠান। জীবনে সফল হতে হলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়গুলোকে জ্ঞানার্জন জ্ঞানচর্চা ও জ্ঞানসৃষ্টিতে কাজে লাগোতে হবে। জীবনে সফলতা-স্বপ্নপূরণে প্রত্যেককে অদম্য ইচ্ছাশক্তি অধ্যবসায়ী হতে হবে।

আইনমন্ত্রী বলেন, আজকের ছাত্র-ছাত্রীরা আগামীদিনে দেশ পরিচালনা করবে। সেজন্য তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, দেশে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যাতে করে দেশের প্রান্তিক জনগোষ্ঠি, ধনী-দরিদ্র সকলে সমমানের শিক্ষাব্যবস্থায় গড়ে ওঠে। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ। সেলক্ষ্য পূরণে সরকার কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক, সৃজনশীল ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে উঠতে হবে। যাতে করে তারা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে পারে।

তিনি বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দক্ষ মানবসম্পদ গড়া সম্ভব। আমাদের দেশে শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূরীকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য ২০১০ সালে সবার কাছে গ্রহণযোগ্য একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। বিশ্বের সঙ্গে তালমিলিয়ে দেশকে প্রস্তুত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে চলেছে।

আইনমন্ত্রী বলেন, কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশুনা যেন অর্থের অভাবে শেষ না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। মেধাবীদের বৃত্তিপ্রদান ও মুক্তিযোদ্ধার সন্তানেদের ক্ষেত্রে বিশেষ সূযোগ চালুর জন্য মন্ত্রী নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রসংসা করেনে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তানেদের ক্ষেত্রে বিশেষ সূযোগ চালুর মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের শ্রেষ্ঠসন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়েছেন।