• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সরকারি প্রাথমিকে দপ্তরি নিয়োগের নতুন নীতিমালা কার্যকর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১ আক্টোবর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন নীতিমালা অনুযায়ী প্রাথমিকে দপ্তরি নিয়োগে ব্যবস্থা নিতে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্রে উল্লেখ করা হয়, প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংক্রান্ত ইতোমধ্যে জারিকৃত সব আদেশ বাতিল করে গত ১৬ সেপ্টেম্বর ‘আউট সোর্সিংয়ের মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহের নীতিমালা ২০১৯ জারি করা হয়। পরিপত্রে এ নীতিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়।