• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠকে ইসি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ জুন ২০২০  

করোনাভাইরাস মহামারির মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ জুন) বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল। এটি নির্বাচন কমিশনের ৬৩তম বৈঠক।

এজেন্ডা অনুযায়ী, বগুড়া-১, যশোর-৬, পাবনা-৪ ও ঢাকা-৫ সংসদীয় শূন্য আসন আর চট্টগ্রাম সিটির ভোট নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচন হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু দেশে করোনা হানা দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে তা স্থগিত করে ইসি।

এছাড়াও প্রতিনিধিত্ব আইন, ২০১০ এর খসড়া বিল অনুমোদন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রণয়ন, নির্বাচন কমিশন থেকে প্রণীত আইন বাংলা প্রণয়ন ও সংসদীয় আসনের নির্ধারণ আইন আইন ২০১০ নিয়ে আলোচনার কথা রয়েছে।