• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জুন ২০২০  

করোনা পরিস্থিতিতে দাম সহনীয় রাখতে বুধবার (৩ জুন) থেকে সারাদেশে ট্রাকে করে সুলভ মূল্যে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ - টিসিবি। মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

টিসিবি জানায়, সারাদেশে ২০৪টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এরমধ্যে ঢাকায় ৪০টি ও চট্টগ্রামে ১০টি স্পটে পণ্য বিক্রি হবে। অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ক্যাম্প অফিস পরিচালনা করা হবে।

টিসিবির ট্রাকে চিনি বিক্রি হবে প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা কেজি এবং সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার ৮০ টাকায়।

শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৫ দিন চলবে এ কার্যক্রম। নিত্যপণ্য বিক্রি চলবে ১৬ জুন পর্যন্ত। প্রত্যেক ভোক্তা ২ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।