• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৫২ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে তদারকিমূলক অভিযানে সারাদেশে ১৫২টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সারাদেশে আজ ১০৭টি পাইকারি ও খুচরা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা ক‌রে ১৫২ টি প্রতিষ্ঠানকে এ   জরিমানা করা হয়।

বাজার তদারকির সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে পণ্য ও ওষুধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্যও ওষুধ বিক্রি করাসহ ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ঢাকাসহ সারাদেশে টিসিবির ন্যায্য মূল্যের ৩১টি ট্রাকসেল তদারকি করা হয়।

আবদুল জব্বার মণ্ডল জানান, রাজধানীর বিভিন্ন বাজারে তিনি নিজেসহ এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এছাড়া ঢাকার বাইরে ৫৭ জন কর্মকর্তা বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।