• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাহেদের সর্বোচ্চ শাস্তি কামনা করি: বিএসএমএমইউ উপাচার্য

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া। বুধবার (১৫ জুলাই) দুপুরে জানান তিনি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, উত্তরার পরে মিরপুরে আলিশান ভবন তৈরি করে ভুয়া হাসপাতাল বানিয়ে চিকিৎসার নামে মানুষের জীবন ঝুঁকিতে ফেলে যারা প্রতারণা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। রিজেন্ট হাসপাতালের মালিক গ্রেফতার সাহেদের এমন শাস্তি হওয়া উচিত, যেন সে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোনো মানুষ চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আমি চিকিৎসক হিসেবে শাহেদের সর্বোচ্চ শাস্তি কামনা করি।

বুধবার (১৫ জুলাই) ভোরে করোনার ভুয়া রিপোর্ট দেওয়াসহ ভয়াবহ বিভিন্ন প্রতারণার দায়ে সাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৬ জুলাই (সোমবার) নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট দেওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

অভিযানকালে সরেজমিনে রিজেন্টের হাসপাতালে গিয়ে বিভিন্ন প্রতারণার সত্যতা মেলে। সেই সঙ্গে পাওয়া যায় গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য। পরদিন ৭ জুলাই (মঙ্গলবার) রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরের দুটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। হাসপাতালটি প্রতারণা করে ১০ হাজারেরও বেশি ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট দিয়েছে।

অভিযানের সময় রিজেন্ট হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপকসহ আট কর্মীকে আটক করে র‌্যাব। আটক কর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ৯ জুলাই রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলীকেও গ্রেফতার করা হয়। এরপর সর্বশেষ বুধবার (১৫ জুলাই) ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে  গ্রেফতার করে র‌্যাব।