• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সিটি নির্বাচন: অভিযোগ পেলেই ব্যবস্থা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

 

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন উত্তরের রির্টানিং কর্মকর্তা আবুল কাসেম। তিনি বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ অফিসে এসব কথা বলেন তিনি। 
উত্তরের রির্টানিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, নিরাপত্তা চেয়ে আবেদনসহ চারটি অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন উত্তর সিটির ৯নং ওয়ার্ডের কাউন্সিলর।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে ঠিকমত কাজ করছেন কি না সেদিকেও নজর রাখা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। 

এসময় তিনি বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে অনেক সময় প্রার্থীরা নিজেরা নিজেদের পোস্টার ছিঁড়ে ফেলে। তারপরও সরেজমিনে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।