• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সিরিজ বাঁচানোর লড়াই নিউজিল্যান্ডের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

 

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। গেলো টেস্টে ছয় উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর পিসারা ওভালে আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। সরাসরি দেখা যাবে সনি ইএসপিএনে। 

 

 

লঙ্কানরা এগিয়ে থাকলেও কিউইদের জয় পাওয়াটা অসম্ভব কিছু নয়- কেননা সাত বছর আগেও এমন পরিস্থিতিতে পড়েছিল নিউজিল্যান্ড; ২০১২ সালে লঙ্কানদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ১০ উইকেটে হেরে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল সফরকারীরা। তবে ঠিক একই মাঠে সমতার লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুর্দান্ত জয় তুলে নেয় নিউজিল্যান্ড (১৬৭ রানে জিতেছিল নিউজিল্যান্ড)। সুতরাং আজ সেই সুখস্মৃতি কিউইদের প্রেরণা হতে পারে। 

 

সিরিজ বাঁচানোর লড়াই নিউজিল্যান্ডের

 

এছাড়া সে সময়ে (২০১২ সালে) দলের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। এছাড়া বল হাতে টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট মিলে ১৫ উইকেট নিয়েছিলেন; এই টেস্টে অর্থাৎ চলমান টেস্টেও আছেন এই চারজন; সুতরাং যেকোনো কিছুই হতে পারে দ্বিতীয় টেস্টে। এছাড়া পিসারা ওভালে কখানো হারেনি নিউজিল্যান্ড। 

 

অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর আশাবাদী বাঁচা-মরার লড়াইয়ে ঘুরে দাঁড়াবে তার দল। বুধবার (২১ আগস্ট) টেইলর বলেন, ‘প্রথম টেস্টে আমরা সবকিছু দিয়েই চেষ্টা করেছিলাম, কিন্তু জেতার মতো ভালো খেলতে পারিনি। এটা (কলম্বো টেস্ট) একটা নতুন ম্যাচ। আমরা এমন পরিস্থিতিতে (১-০ ব্যবধানে পিছিয়ে পড়া) এর আগেও অনেকবার পড়ে ঘুরে দাঁড়িয়েছি। তবে অতীতে এই মাঠে আমরা সাফল্য পেয়েছিলাম। সেটার পুনরাবৃত্তি করতে চাই এবার।’

 

প্রথম টেস্টে তৃতীয় ইনিংস পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে সমান তালে লড়েছিল নিউজিল্যান্ড। চতুর্থ ইনিংসে স্বাগতিকদের ২৬৮ রানের বড় লক্ষ্য দিয়েছিল তারা। লক্ষ্যটা কঠিনই ছিল। কারণ গলে এর আগে ৯৯ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। কিন্তু অধিনায়ক করুণারত্নের সেঞ্চুরি ও লাহিরু থিরিমান্নের হাফসেঞ্চুরিতে রেকর্ডগড়া জয় তুলে নেয় শ্রীলঙ্কা। 

 

সিরিজ বাঁচানোর লড়াই নিউজিল্যান্ডের

 

তবে আজ কিউইদের হারানোর লক্ষ্যেই মাঠে নামবে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডকে বধ করতে নতুন করে অফস্পিনার দিলরুয়ান পেরেরাকে দলে নিয়েছে স্বাগতিকরা। চোটের কারণে গল টেস্টে খেলা হয়নি তার। ফিটনেস পরীক্ষায় উতরে এই স্পিনারের দলে ফেরা শ্রীলঙ্কার বোলিং লাইনআপে নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। 

 

শ্রীলঙ্কা দল:

 

দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, লাহিরু থিরিমানে, সাদিরা সামারাবিক্রমা, দিলরুয়ান পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও দুশমন্থ চামিরা।

 

নিউজিল্যান্ড দল :

 

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলাস, অ্যাজাজ প্যাটেল, জিৎ রাভাল, ভিল সামারাভিল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।