• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সিয়াচেনে ফের তুষার ধস, ভারতীয় ২ সেনা নিহত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে তুষার ধসে ফের ভারতীয় ২ সেনা নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ সিয়াচেনে হিমবাহে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় সেনাবাহিনীর একটি টহলদারি দল তুষারপাতের কবলে পড়লে মৃত্যুর এ ঘটনা ঘটে।  

তুষার ঝড়ের পরে উদ্ধারকারী দল দ্রুত সেনা জওয়ানদের উদ্ধার করতে নেমে পড়েন এবং তাদেরকে বরফের মধ্যে থেকে বের করে আনতে সমর্থ হন। হেলিকপ্টারের সাহায্যে আহত জওয়ানদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলেও দুই জওয়ানের জীবন বাঁচানো যায়নি।

এর আগে গত ১৯ নভেম্বর সিয়াচেনে তুষার ধসের ফলে চার ভারতীয় সেনা ও দুই মালবাহক কুলি নিহত হয়েছিলেন। এনিয়ে গত ১৫ দিনের মধ্যে ৬ সেনা জওয়ানের মৃত্যু হল।

কারাকোরাম পর্বতমালার ২০ হাজার ফুট উঁচুতে রয়েছে সিয়াচেনে হিমবাহ। এটিই সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।