• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নতুন বছর স্পেশাল

সুইট প্রন রোস্ট

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

 


উপকরণ:

চিংড়ি- ৪০০ গ্রাম
হলুদ গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ- ২টি (স্লাইস)
পেঁয়াজ বাটা- দেড় টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
কাঁচামরিচ- ২টি (কুচি)
ধনে গুঁড়া- আধা চা চামচ
কাশ্মীরি মরিচ গুঁড়া- ২ চা চামচ
টমেটো পেস্ট- ৩ চা চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ,
লেবুর রস- ২ চা চামচ
লবণ- স্বাদ মতো
চিনি- সামান্য
 

প্রস্তুত প্রণালি:

চিংড়ি পরিষ্কার করে ধুয়ে ১/৪ চা চামচ হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখুন ১ ঘণ্টা। প্যানে তেল গরম করে সামান্য ভেজে নিন চিংড়ি। একই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে আদা-রসুন বাটা দিয়ে দিন। ১ মিনিট ভেজে টমেটো পেস্ট দিন। তেল আলাদা হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। সব গুঁড়া মসলা দিয়ে দিন প্যানে। সুগন্ধ বের হলে ভেজে রাখা চিংড়ি দিয়ে চুলার জ্বাল কমিয়ে দিন। মিনিট পাঁচেক পর মাখো মাখো হয়ে গেলে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন।