• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সুবিধাবাদীদের কঠোর শাস্তি দাবি নাসিমের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০  

আওয়ামী লীগে যোগ দেয়া সুবিধাবাদীদের শুধু বহিষ্কারই নয়, আইনের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করেছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দ‌লের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের ৮ম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ দাবি জানান।

নাসিম বলেন, সবসময় ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, ধান্দাবাজ যোগ হয়। এদের চেহারা পরিবর্তন করতে সময় লাগে না। গত ১০ বছরের আওয়ামী লীগের অর্জনকে ধরে রাখতে হলে এদেরকে শুধু বহিষ্কারই নয়, আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে।

আওয়ামী লীগে যোগ দেয়া এসব সুবিধাবাদীরা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর মন্তব্য করে তিনি বলেন, এখন তো বঙ্গবন্ধু প্রেমীর কোনো অভাব নেই। জয় বাংলা বলা লোকের অভাব নেই। এরা এমনভাবে কথা বলে, আমার চেয়ে বড় আওয়ামী লীগার তারা হয়ে গেছে। আমি মনে করি বিএনপি-জামায়াত কি ভয়ঙ্কর, এর চেয়ে বড় ভয়ঙ্কর হলো তারা। এদেরকে রুখতে হবে। এদের রুখতে না পারলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

নারী ও শিশু নির্যাতনকারীদের আরো দ্রুত বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ কররো, দ্রুত বিচার আইন তো আছে জানি। তারপরও বিচার আরো সংক্ষিপ্ত করতে হবে। যারা ধরা পড়ে, এসব ক্রিমিনালগুলোর বিচার করতে গেলে দীর্ঘ সময় লাগবে কেন? বঙ্গবন্ধু হত্যা, একাত্তরের ঘাতকদের যদি বিচার করতে পারি, তাহলে কেন নারী ও শিশু নির্যাতনকারীদের অল্প সময়ে বিচার করতে পারবো না।

আলোচনা সভায় বক্তারা চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের নামে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) একটি অডিটোরিয়াম করা দাবি জানান।