• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সূর্যের আলো ও পানি থেকেই হবে জ্বালানি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯  

বর্তমান বিশ্বে জ্বালানি নিয়ে সমস্যার শেষ নেই। একদিকে দূষণের একটা বড় কারণ এই জ্বালানি। অন্যদিকে চাহিদা বেশি হওয়ায় এই জ্বালানির দাম খুব বেশি। নির্দিষ্ট কয়েকটি দেশের উপরেই নির্ভর করতে হয় ভারতের মত দেশগুলোকে। এই সব সমস্যার একসঙ্গে সমাধান দেওয়ার প্রয়াস পেয়েছেন ভারতের কয়েকজন শিক্ষার্থী।

আইআইটি যোধপুরের ছাত্রছাত্রীরা ‘ফুয়েল অফ দ্য ফিউচার’ বা ‘ভবিষ্যতের জ্বালানি’নামে এটিকে আখ্যায়িত করেছেন। ঠিক যে পদ্ধতিতে গাছের সালোকসংশ্লেষ হয় তার ঠিক উল্টো পদ্ধতিতে উৎপন্ন হবে জ্বালানি। এমনটাই জানানো হয়েছে ওই গবেষকদের পক্ষ থেকে।

এই প্রক্রিয়ার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ সূর্যের আলো। সেই আলোতেই পানি থেকে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করা হবে। ‘টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, ‘ল্যান্থানাইড’ নামে একটি রাসায়নিক ক্যাটালিস্ট বা অনুঘটকের সন্ধান পেয়েছেন গবেষকরা। সেই অনুঘটকই অক্সিজেনকে আলাদা করে তুলে আনবে বিশুদ্ধ হাইড্রোজেন। সেটাই জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে।

বর্তমানে মিথেন ব্যবহার করে হাইড্রোজেন উৎপন্ন করা হয়। কিন্তু সেটা বেশ খরচসাপেক্ষ প্রক্রিয়া। এর জন্য ১০০০ থেকে ২০০০০ ডিগ্রির তাপমাত্রা প্রয়োজন হয়। অধ্যাপক রাকেশ কুমার শর্মা জানিয়েছেন, প্রথমবার এত কম খরচে জ্বালানি উৎপন্ন করা সম্ভব হয়েছে। এই পদ্ধতি বাস্তবে কার্যকর করা সম্ভব হলে জ্বালানি উৎপাদন অনেকটা সহজ হবে।